বিচার প্রক্রিয়া শেষে সু চির সাথে আলোচনা হতে পারে: মিয়ানমার জান্তা

মিয়ানমারের জান্তা সরকারকে উদ্ধৃত করে একাধিক আর্ন্তজাতিক মিডিয়া বলছে, বিচার প্রক্রিয়া শেষে সু চির সাথে আলোচনা হতে পারে। জেনারেল মিন অং হ্লাইং এক বিবৃতিতে বলেছেন, ‘ তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পরে আমরা তার প্রতিক্রিয়ার ভিত্তিতে (আলোচনা) বিবেচনা করতে যাচ্ছি।’
গত বছর অং সান সু চির সরকারকে ক্ষমতাচ্যুত করে সু চিকে গ্রেপ্তার করা হয়। বেশ কয়েকটি মামলায় তার ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সু চির বিচারিক প্রক্রিয়া সাংবাদিকদের প্রত্যক্ষ করার সুযোগ দেওয়া হচ্ছে না এমনটি তার আইনজীবীদের সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে বারণ করা হয়েছে। শুধু তাই নয় কবে বিচার প্রক্রিয়া শেষ হবে সেটিরও কোনও ইঙ্গিত পাওয়া যায়নি।
চলতি সপ্তাহে জাতিসংঘের বিশেষ দূত নোয়েলিন হেইজার প্রথমবারের মতো মিয়ানমার সফর করেছেন। তার সফরে জান্তা প্রধান মিন অং হ্লাই ও শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করলেও সু চি’র সঙ্গে দেখা করতে পারেন নি।
বিভি/এসআই
মন্তব্য করুন: