• NEWS PORTAL

  • রবিবার, ০৫ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ভারত, তাইওয়ান, থাইল্যান্ডের পর সিঙ্গাপুরে বৈধ হচ্ছে সমকামীতা

প্রকাশিত: ২২:৩৬, ২১ আগস্ট ২০২২

ফন্ট সাইজ
ভারত, তাইওয়ান, থাইল্যান্ডের পর সিঙ্গাপুরে বৈধ হচ্ছে সমকামীতা

ছবি: সংগৃহীত

দক্ষিণ এশিয়ার নগর রাষ্ট্র সিঙ্গাপুরে বৈধ হতে যাচ্ছে সমকামীতা। সম্প্রতি সমকামী বিরোধী একটি আইন নিষিদ্ধ করতে যাচ্ছে দেশটি। আইনটি বাতিল হলে বৈধ হবে সমকামী যৌনতা। 

দীর্ঘ বিতর্কের পর রোববার (২১ আগস্ট) দেশটির জাতীয় টেলিভিশনে সমকামে বৈধতার এই ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী লি সিয়েন লুং।এই ঘোষণাকে ‘মানবতার জয় বলে প্রশংসা করেছেন’সিঙ্গাপুরের এলজিবিটি কর্মীরা । 

সিঙ্গাপুরে সমকাম নিষিদ্ধে ঔপনিবেশিক-আমলে তৈরি ৩৭৭এ আইনটি দেশটির দণ্ডবিধি থেকে বাতিলের দাবি তোলা হয় অনেক আগেই। কিন্তু দেশটির সরকার ৩৭৭এ আইনটি সচল রাখার পক্ষে অবস্থান নিয়েছিল। এই আইনে পুরুষ সমকাম নিষিদ্ধ। উভয় পক্ষকে সন্তুষ্ট রাখার পদক্ষেপ হিসেবে আইনটি প্রয়োগ না করার প্রতিশ্রুতি দিয়েছিল সরকার।

কিন্তু রোববার রাতে প্রধানমন্ত্রী লি বলেছেন, তারা আইনটি বাতিল করবেন। আইনটি বাতিল করাই সঠিক পদক্ষেপ হবে বলে মনে করেন তিনি।

তিনি বলেন, সমকামী ব্যক্তিরা এখন আরও ভালোভাবে গ্রহণযোগ্যতা পাবেন এবং ৩৭৭এ বাতিলে দেশের অন্যান্য আইন বর্তমান সামাজিক রীতিনীতির সাথে সঙ্গতিপূর্ণ হবে। আমি আশা করছি, সমকামী সিঙ্গাপুরীয়দের কিছুটা স্বস্তি দেবে সরকারের এই সিদ্ধান্ত।
এশিয়ায় ভারত, তাইওয়ান এবং থাইল্যান্ডের পর  সর্বশেষ দেশ হিসেবে এমন পদক্ষেপ নিল সিঙ্গাপুর।
 

বিভি/এসআই

মন্তব্য করুন: