• NEWS PORTAL

  • সোমবার, ০৪ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

নির্বাচনে ভোট জালিয়াতির মামলায় সু চির তিন বছরের কারাদণ্ড

প্রকাশিত: ১৬:১৬, ২ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ১৬:১৮, ২ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
নির্বাচনে ভোট জালিয়াতির মামলায় সু চির তিন বছরের কারাদণ্ড

ভোট জালিয়াতির অভিযোগে মিয়ানমারের ক্ষমতাচ্যূত নেত্রী অং সান সু চিকে তিন বছরের কারাদন্ড দিয়েছে আদালত। শুক্রবার (২ সেপ্টেম্বর) আদালত এই রায় দেন। 

২০২০ সালের সাধারণ নির্বাচনে জালিয়াতি, নির্বাচনী কর্মকর্তাদের হুমকি এবং আইন বহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। 

অং সান সু চির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে প্রায় এক ডজনের বেশি মামলা দায়ের করেছে দেশটির জান্তা সরকার। এর মধ্যে তার বিরুদ্ধে ১৮টি মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। রাজধানী নেইপিদোর জান্তানিয়ন্ত্রিত আদালতেই সেসব মামলার বিচার চলছে। 

রয়টার্স বলছে, সামরিক জান্তার বিরুদ্ধে বিক্ষোভে উসকানি দেওয়া, করোনাভাইরাসের বিধিনিষেধ ভঙ্গ, অবৈধভাবে ওয়াকিটকি ব্যবহার এবং ঘুষ নেওয়াসহ কয়েকটি অভিযোগে ১৭ বছরের বেশি কারাদণ্ড দেওয়া হয়েছে ৭৬ বছর বয়সী এই নেত্রীকে।

২০২০ সালের নভেম্বর মিয়ানমারে সাধারণ নির্বাচনে সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। তবে ওই নির্বাচনে সু চি কারচুপি করেছেন বলে শুক্রবার রায় দিয়েছেন দেশটির একটি আদালত।

বিভি/এসআই

মন্তব্য করুন: