• NEWS PORTAL

  • রবিবার, ১৯ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

নেতানিয়াহুকে দ্বি-রাষ্ট্রিক সমাধানে চাপ প্রয়োগের প্রতিশ্রুতি বাইডেনের

প্রকাশিত: ১৬:০৩, ৩০ ডিসেম্বর ২০২২

আপডেট: ১৬:০৪, ৩০ ডিসেম্বর ২০২২

ফন্ট সাইজ
নেতানিয়াহুকে দ্বি-রাষ্ট্রিক সমাধানে চাপ প্রয়োগের প্রতিশ্রুতি বাইডেনের

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার আবারো ক্ষমতায় ফিরে আসা ইসরাইলের ডানপন্থী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ‘বন্ধু’ অভিহিত করে বলেছেন তিনি তার সঙ্গে কাজ করবেন। তবে, তিনি ফিলিস্তিনিদের সঙ্গে দ্বি-রাষ্ট্রীক সমাধান বাধাগ্রস্ত করে এমন নীতির বিরোধিতা করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। খবর এএফপি’র। 

এক বিবৃতিতে বাইডেন বলেন, ‘আমি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি। ইরানের হুমকিসহ ইসরাইল ও মধ্যপ্রাচ্য অঞ্চলের বিভিন্ন চ্যালেঞ্জ যৌথভাবে মোকাবেলা ও বিভিন্ন সুযোগ গ্রহণের ক্ষেত্রে তিনি আমার কয়েক দশকের বন্ধু।’ 

তিনি বলেন, এক্ষেত্রে যুক্তরাষ্ট্র দ্বি-রাষ্ট্রিক সমাধানকে সমর্থন দিয়ে যাবে এবং এর সম্ভাব্যতাকে বিপন্ন করে বা আমাদের পারস্পরিক স্বার্থ ও মূল্যবোধের বিরোধী যে কোন নীতির বিরোধিতা করবে।

বিভি/এসআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2