• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

অশান্ত পরিস্থিতির মাঝেই জেরুজালেম পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১০:৪৮, ৩১ জানুয়ারি ২০২৩

আপডেট: ১০:৪৮, ৩১ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
অশান্ত পরিস্থিতির মাঝেই জেরুজালেম পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ছবি: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন

অশান্ত পরিস্থিতির মাঝেই মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে জেরুজালেম পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। আজ মঙ্গলবার (৩১ জানুয়ারি) সফর করবেন রামাল্লা ও পশ্চিম তীর। দু'পক্ষের সঙ্কট নিরসনে চলতি সফরকে শান্তি মিশন হিসেবে উল্লেখ করছে ওয়াশিংটন।

রবিবার মিশর সফর শেষে তেল আবিব পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন। সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী বেন ইয়ামিন নেতানিয়াহুর সাথে। সিনাগগের বাইরে বন্দুক হামলাকে যারা সমর্থন করছে তাদের প্রতি নিন্দা জানান ব্লিনকেন। বলেন, সংঘাত নিরসনের দায়িত্ব দু' পক্ষেরই। সহিংসতায় ঘি না ঢেলে সবাইকে সংযত হওয়ার আহ্বানও জানান তিনি। রামাল্লা ও পশ্চিম তীর সফরকালে আজ ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে সাক্ষাৎ করবেন ব্লিনকেন।

এদিকে, সোমবারেও ইসরাইলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন ফিলিস্তিনি এক গাড়িচালক। এরআগে, শুক্রবার তল্লাশি অভিযানে নিহত হয়েছিলো অন্তত ১০ ফিলিস্তিনি। এমন এক সময়ে এই সফর করছেন ব্লিনকেন যখন ইসরাইল-ফিলিস্তিন সংঘাত আরও চরম আকার ধারণ করার শঙ্কা করা হচ্ছে। একইসাথে দেশের ভেতরে সুপ্রিম কোর্ট সংস্কারসহ নানা ইস্যুতে চাপের মুখে নেতানিয়াহু সরকার।

বিভি/রিসি

মন্তব্য করুন: