• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪

তুরস্ক ও সিরিয়ায় ১০ হাজার ভ্রাম্যমাণ ঘর পাঠাবে কাতার

প্রকাশিত: ১৯:০৯, ৮ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
তুরস্ক ও সিরিয়ায় ১০ হাজার ভ্রাম্যমাণ ঘর পাঠাবে কাতার

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় সুত্রে জানা গেছে, তুরস্ক ও সিরিয়ায় ক্ষতিগ্রস্তদের জন্য ১০ হাজার ভ্রাম্যমাণ ঘর পাঠাবে কাতার। পাশাপাশি উদ্ধারকারীদের একটি টিম, ত্রাণসামগ্রী এবং তাঁবু ও শীতবস্ত্রও থাকবে। ‍

ডেইলি সাবাহ’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের পরেই দ্রুত প্রয়োজনীয় সরঞ্জাম পাঠাতে নির্দেশ দেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, ভূমিকম্পে উভয় দেশে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ২৩ মিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। এছাড়া সংস্থাটির পূর্বাভাসে সতর্ক করে বলা হয়েছে, নিহতের সংখ্যা ২০ হাজার ছাড়ানোর আশঙ্কা রয়েছে। ভূমিকম্পে উদ্ধার কাজে সহযোগিতার জন্য তুরস্ক ও সিরিয়ার পাশে দাঁড়িয়েছে বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলেছে, সোমবার তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর অন্তত ১০০টি আফটার শক হয়েছে। এগুলোর মাত্রা ৪ দশমিক ০ বা তার  বেশি ছিলো।
 

বিভি/ এসআই

মন্তব্য করুন: