• NEWS PORTAL

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

পাকিস্তান দেউলিয়া: দাবি দেশটির প্রতিরক্ষামন্ত্রীর

প্রকাশিত: ১৮:০৫, ১৯ ফেব্রুয়ারি ২০২৩

আপডেট: ২০:০৩, ১৯ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
পাকিস্তান দেউলিয়া: দাবি দেশটির প্রতিরক্ষামন্ত্রীর

ছবি: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ

অর্থনৈতিক সংকটে ভুগতে থাকা পাকিস্তান ইতোমধ্যে দেউলিয়া হয়ে গেছে বলে দাবি করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। এর জন্য বিভিন্ন প্রতিষ্ঠান, আমলাতন্ত্র রাজনীতিবিদসহ সবাইকে দায়ী করেন তিনি।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) শিয়ালকোটে একটি বেসরকারি কলেজের অনুষ্ঠানে তিনি বলেন, ‘আপনারা হয়তো জেনেছেন পাকিস্তান দেউলিয়া হয়ে যাচ্ছে। এর মধ্যে হয়েছেও তা। আমরা একটি দেউলিয়া দেশে বাস করছি।

প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ‘একটি স্থিতিশীল দেশ গড়তে গেলে নিজের পায়ে দাঁড়ানোর বিকল্প নেই। আমাদের সমস্যার সমাধান দেশের মধ্যেই নিহিত। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে পাকিস্তানের সমস্যার সমাধান নেই।

সাবেক ইমরান খান সরকারকে কটাক্ষ করে আসিফ বলেন, আড়াই বছর আগে সন্ত্রাসীদের পাকিস্তানে আনা হয়েছিল, শেষ পর্যন্ত সন্ত্রাসবাদের ঢেউয়ে পরিণত হয়েছে। এখন যে পরিস্থিতি দেখা দিয়েছে তা গত সাত দশকে সংবিধান আইনের শাসনের প্রতি ন্যূনতম সম্মান  না দেখানোরই ফলাফল।

আরও পড়ুন: 

 

সূত্র: ডন

বিভি/এমআর

মন্তব্য করুন: