• NEWS PORTAL

  • সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

একের পর এক ভূমিকম্প, এবার কাঁপলো পাপুয়া নিউগিনি

প্রকাশিত: ১১:১০, ২৬ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
একের পর এক ভূমিকম্প, এবার কাঁপলো পাপুয়া নিউগিনি

দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশ পাপুয়া নিউগিনিতে ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। 

রবিবার (২৬ ফেব্রুয়ারি) ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটির নিউ ব্রিটেন অঞ্চল।

রয়টার্সের তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের ৬৫ কিলোমিটার গভীরে। তবে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে, শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে বাংলাদেশের কক্সবাজারে ৪ দশমিক ১ মাত্রার এবং রাতে জাপানের উপকূলীয় শহর কুশিরো এবং নেমুরোতে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। এরপর বিভিন্ন দেশে একের পর এক ভূমিকম্পের খবর পাওয়া যাচ্ছে। সম্প্রতি ইন্দোনেশিয়া, ফিলিপাইন, নিউজিল্যান্ড, সিকিম, তাজিকিস্তান, জম্মু-কাশ্মীর, রোমানিয়া ও বাংলাদেশও ভূমিকম্প আঘাত হেনেছে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2