• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলা

ইউক্রেন সীমান্তে নিরাপত্তা জোরদারের নির্দেশ পুতিনের

প্রকাশিত: ২০:৫৫, ১ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
ইউক্রেন সীমান্তে নিরাপত্তা জোরদারের নির্দেশ পুতিনের

সীমান্তে নিরাপত্তা আরো বেশি জোরদার করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার গভীর অভ্যন্তরে ইউক্রেনের কয়েকটি ড্রোন আঘাত হানার পর এই নির্দেশান দেন পুতিন। 

বৈঠকে পুতিন অবশ্য কোনো সুনির্দিষ্ট ঘটনা উল্লেখ করেননি তবে, রাশিয়ার ওপর ইউক্রেনের ড্রোন হামলার কয়েক ঘণ্টা পর তিনি এই নির্দেশ দেন।সোম ও মঙ্গলবার রাতে এসব ড্রোন রাশিয়ার দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের কয়েকটি স্থানে আঘাত হানে। রাজধানী মস্কোর ১০০ কিলোমিটারের মধ্যে একটি ড্রোন বিধ্বস্ত হয়। এছাড়া, দক্ষিণাঞ্চলে দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। ড্রোন হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মস্কোর আঞ্চলিক গভর্নর আন্দ্রেই ভরোবিয়ভ এক বিবৃতিতে বলেন, মস্কোর কাছে গুবাস্তোভো নামে একটি গ্রামের কাছে ড্রোনটি ভূপাতিত হয় এবং এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি।

তিনি বলেন, একটি বেসামরিক স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল। প্রকাশিত ছবিতে দেখা যায়- বিধ্বস্ত ড্রোনটি ইউক্রেনীয় মডেলের একটি ড্রোন যার পাল্লা সর্বোচ্চ ৮০০ কিলোমিটার তবে ভারী কোনো বোমা বা বিস্ফোরক বহন করার ক্ষমতা এই ড্রোনের নেই।
 

বিভি/ এসআই

মন্তব্য করুন: