• NEWS PORTAL

  • শনিবার, ০২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

হলিউডের চিত্রনাট্যকার কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায়

প্রকাশিত: ১৪:৪৪, ২৬ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
হলিউডের চিত্রনাট্যকার কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায়

ছবি: সংগৃহীত

হলিউডের চিত্রনাট্যকার ইয়াসির ওমর শাহিন আর্ন্তজাতিক কোরআন ও আযান প্রতিযোগীতায় অংশগ্রহণ করেছেন। ‘ওতর এলকালাম’ নামের এ প্রতিযোগিতার দ্বিতীয় সংস্করণ গত বৃহস্পতিবার সৌদি আরবে শুরু হয়। ফিলিস্তিনি বংশোদ্ভূত এই আমেরিকান সুরেলা কণ্ঠে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন। 

জানা গেছে, শাহিন হলিউডে ১৩০টির বেশি অনুষ্ঠান নির্মাণের বিষয়টি তত্ত্বাবধান করেছেন, এছাড়া তিনি নিজে ১৪টি তথ্যচিত্র তৈরি করেছেন । পাশাপাশি আরব ও ইসলামিক দেশগুলোর টিভি চ্যানেলের বেশ কয়েকটি শো নির্মাণে তাঁর অবদান রয়েছে।  যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান জোসে ইউনিভার্সিটিতে পড়ান শাহিন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসের একটি মসজিদে মুসলিম শিশুদের কোরআন শেখান তিনি। 

গত ৪ জানুয়ারি শুরু হওয়া এই প্রতিযোগীতায় বিভিন্ন দেশ থেকে ৫০ হাজারের বেশি প্রতিযোগী ‘সাইন আপ’করেন। 
 

বিভি/ এসআই

মন্তব্য করুন: