• NEWS PORTAL

  • সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

মুখপাত্রের দাবি

কতগুলো গোপন নথি ফাঁস হয়েছে তা জানে না পেন্টাগন

প্রকাশিত: ১৯:৫৫, ১৮ এপ্রিল ২০২৩

ফন্ট সাইজ
কতগুলো গোপন নথি ফাঁস হয়েছে  তা জানে না পেন্টাগন

ছবি: পার্স টুডে

মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং বলেছেন, পেন্টাগনের ঠিক কতগুলো গোপন নথি ফাঁস হয়েছে সে ব্যাপারে এখনো তারা নিশ্চিত হতে পারেননি। গোপন নথি ফাঁসের পরিধি এবং সংখ্যা সম্পর্কে তারা এখনো বোঝার ও নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন।

গতকাল (সোমবার ১৭ এপ্রিল) তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। সাবরিনা সিং বলেন, "আমরা এখনো অনলাইনে ফাঁস হওয়া নথির খোঁজ করছি, কিন্তু এটি পরিষ্কার নয় যে, আমাদের কত সংখ্যক নথি ফাঁস হয়েছে। বিষয়টি নিয়ে এখনো আমরা মূল্যায়ন করার চেষ্টা করছি।"
বিস্তৃত পরিসরে ইন্টারনেটে ছড়িয়ে পড়া এবং মূলধারার মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করার আগে বিতর্কিত নথিগুলি গত মাসের কোনো এক সময়ে একটি ডিসকর্ড সার্ভারে ছড়িয়ে পড়ে। 

ম্যাসাচুসেটস এয়ার ন্যাশনাল গার্ডের জ্যাক টেক্সেইরা নামে ২১ বছর বয়সী এক এয়ারম্যানকে গোপন নথি ফাঁসের জন্য আটক করা হয়েছে। নিউ ইয়র্ক টাইমস তার পরিচয় প্রকাশ করার পরে বৃহস্পতিবার এফবিআই তাকে গ্রেপ্তার করে।
 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2