• NEWS PORTAL

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

তিন গোয়েন্দা বিমানকে হ্যাক করল ইরান

প্রকাশিত: ১২:৩৬, ২৫ এপ্রিল ২০২৩

আপডেট: ১২:৫০, ২৫ এপ্রিল ২০২৩

ফন্ট সাইজ
তিন গোয়েন্দা বিমানকে হ্যাক করল ইরান

ছবি: তাসনিম নিউজ এজেন্সি

সীমান্তের কাছাকাছি আসায় তিনটি গোয়েন্দা বিমানকে হ্যাক করেছে ইরান। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।  প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ইলেকট্রনিক কোম্পানি ‘সা ইরান’ দেশটির সীমান্তের কাছে শত্রু পক্ষের তিনটি গোয়েন্দা বিমান হ্যাক করেছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত কোম্পানিটি সোমবার এ তথ্য প্রকাশ করেছে। 

বিমানগুলো হ্যাকের তথ্য দিলেও বিমানগুলো ঠিক কোন দেশের সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি ইরান। কোম্পানিটির প্রধান রিয়ার অ্যাডমিরাল আমির রাস্তেগারি বলেছেন, ইরানের আকাশ সীমার কাছাকাছি আসায় সম্প্রতি ইরানের ইলেকট্রনিক ওয়ার সরঞ্জামের মাধ্যমে বিমান তিনটিকে হ্যাক করা হয়েছে। 

তিনি বলেন, ইরানের আকাশ সীমায় শত্রুর যে কোনো ইলেকট্রো-ম্যাগনেটিক তরঙ্গ ডিটেক্ট করার পাশাপাশি তা দখলে নেবার সক্ষমতা রয়েছে ইরানের। তাই ইরানের আকাশ সীমায় যারাই আঘাত করার চেষ্টা করেছে তারা ইরানের ক্ষমতা সম্পর্কে বুঝেছে। 

তাসনিম নিউজকে দেওয়া সাক্ষাৎকারে রিয়ার অ্যাডমিরাল আমির রাস্তেগারি বলেন, ইরানের সশস্ত্র বাহিনীর যে সক্ষমতা রয়েছে তা দিয়ে কয়েকশ কিলোমিটার দূরে অবস্থানকারী শত্রুর যেকোনো সরঞ্জামে বিঘ্ন সৃষ্টি করতে পারে।

ইরানের ডেপুটি ডিফেন্স মিনিস্টার দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অগ্রগতি সম্পর্কে জানান, ২০২২ সালের অক্টোবরে ইরানের মিলিটারি এয়ার ফোর্স ৪০০ কিলোমিচার দূরে শত্রুর একটি বিমানকে জ্যাম করেছিল। 
 
 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2