• NEWS PORTAL

  • রবিবার, ১১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

জাপানে দুই পুলিশসহ নিহত ৩

প্রকাশিত: ২০:১৪, ২৫ মে ২০২৩

ফন্ট সাইজ
জাপানে দুই পুলিশসহ নিহত ৩

ছবি: সিটিভি নিউজ

জাপানের মধ্যাঞ্চলীয় প্রশাসনিক অঞ্চল নাগানোর প্রত্যন্ত এক এলাকায় গুলি ও ছুরি হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ তিনজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (২৫ মে) হামলায় হতাহতের এই ঘটনা নিশ্চিত করেছে দেশটির সংবাদমাধ্যম।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, হামলাকারী ব্যক্তি একটি ভবনের ভেতরে লুকিয়েছেন। হামলার এই ঘটনা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে মুখোশ পরিহিত এক ব্যক্তির ছুরিকাঘাতে একজন নারী নিহত হয়েছেন। জাপানের মধ্যাঞ্চলীয় প্রশাসনিক এই অঞ্চলে শিকারী রাইফেল থেকে গুলি চালিয়েছেন ওই হামলাকারী।

দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল এনএইচকে বলেছে, দুই পুলিশ কর্মকর্তা নিহত এবং একজন আহত হয়েছেন। তবে তারা গুলিতে নাকি ছুরিকাঘাতে হতাহত হয়েছেন তাৎক্ষণিকভাবে সেই বিষয়ে কিছু জানা যায়নি।

অস্ত্র নিয়ন্ত্রণ আইন অত্যন্ত কঠিন হওয়ায় জাপানে বন্দুক হামলার মতো ঘটনা একেবারে বিরল। দেশটিতে কেউ অস্ত্র কিনতে চাইলে, তাকে কঠোর প্রক্রিয়ার মধ্য দিয়ে লাইসেন্স পেতে হয়। সূত্র: রয়টার্স, ভোয়া

বিভি/এমআর

মন্তব্য করুন: