• NEWS PORTAL

  • শনিবার, ০২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

আফগানিস্তানের মসজিদে আবার বোমা হামলা

সাবেক প্রাদেশিক পুলিশ প্রধানসহ ১১ জন নিহত, আহত ৩০

প্রকাশিত: ১৬:৫৫, ৯ জুন ২০২৩

ফন্ট সাইজ
সাবেক প্রাদেশিক পুলিশ প্রধানসহ ১১ জন নিহত, আহত ৩০

ছবি: পার্স টুডে

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাদাখশান প্রদেশের একটি মসজিদে ভয়াবহ বোমা হামলায় অন্তত ১১ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে। তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গতকাল বৃহস্পতিবার প্রদেশের ফয়জাবাদ জেলার হেসা-ই-আওয়াল এলাকার নবাবী মসজিদে এই বোমা হামলার ঘটনা ঘটে।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতদের মধ্যে বাগলান প্রদেশের সাবেক পুলিশ প্রধান সাইফুল্লাহ সামিমও রয়েছেন। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই বর্বর হামলার নিন্দা জানিয়েছে।

বাদখশান প্রদেশের ডেপুটি গভর্নর নিসার আহমদ আহমাদির দাফন অনুষ্ঠান ও নামাজে জানাজায় অংশ নেয়ার জন্য জড়ো হওয়া মানুষের ওপর এই বোমা হামলা চালানো হয়। চলতি সপ্তাহের প্রথম দিকে এক হামলায় তিনি নিহত হন। উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। হামলায় ডেপুটি গভর্নরের ড্রাইভারও নিহত হন। 

তালেবান গোষ্ঠী আফগানিস্তানের শাসন ক্ষমতা গ্রহণের পর থেকে সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের মোকাবেলা করে আসছে। তালেবান মাঝেমধ্যেই দায়েশ-বিরোধী অভিযান চালিয়ে থাকে।

বিভি/ এসআই

মন্তব্য করুন: