• NEWS PORTAL

  • শনিবার, ০৪ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ইউক্রেন যুদ্ধে যতো শিশুর মৃত্যু: জাতিসংঘের গোপন রিপোর্ট  

প্রকাশিত: ১৭:৩৯, ২৩ জুন ২০২৩

আপডেট: ১৭:৪৯, ২৩ জুন ২০২৩

ফন্ট সাইজ
ইউক্রেন যুদ্ধে যতো শিশুর মৃত্যু: জাতিসংঘের গোপন রিপোর্ট  

ছবি: ইউক্রেনে ধ্বংসপ্রাপ্ত একটি শিশুপার্ক

ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত কতোজন শিশুর মৃত্যু হয়েছে তার একটি রিপোর্ট তৈরি করেছে জাতিসংঘ। রিপোর্টটি তৈরি হয়ে গেলেও এখনও প্রকাশিত হয়নি। তবে জাতিসংঘের এই রিপোর্টের কথা প্রকাশ করেছে জার্মান সংবাদসংস্থা ডিপিএ। অন্যদিকে, এক বছরে ইউক্রেনের আক্রমণে রাশিয়ার ৮০ শিশুর মৃত্যু হয়েছে। এই তথ্যও ওই রিপোর্টে তুলে ধরা হয়েছে। অধিকাংশ ঘটনাই ঘটেছে দূরপাল্লার রকেট এবং বিমান হামলায়।

রিপোর্টে বলা হয়েছে, সামগ্রিভাবে যুদ্ধে এখনও পর্যন্ত ৪৭৭ শিশু নিহত হয়েছে। আহতের সংখ্যা এর কয়েক গুণ। আহত শিশুদের অনেকেই এখনও হাসপাতালে ভর্তি। তারা মৃত্যুর সঙ্গে লড়াই করছে। ফলে মৃত শিশুর সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

ভয়াবহ এই তথ্য নিয়ে ইতোমধ্যেই মানবাধিকার সংস্থাগুলো সরব হয়েছে। কেন এত শিশুর মৃত্যু হবে, এ নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করছেন অনেকে। কিন্তু ইউক্রেন এবং রাশিয়া কোনোপক্ষই এই বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেনি। 

বিভি/এমআর

মন্তব্য করুন: