• NEWS PORTAL

  • সোমবার, ১২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

৯ ব্যাংকের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি প্রকাশ, পরীক্ষার্থী ১ লাখ ২৮ হাজার ৪৪০

প্রকাশিত: ১৭:৩২, ১১ মে ২০২৫

আপডেট: ১৭:৩৪, ১১ মে ২০২৫

ফন্ট সাইজ
৯ ব্যাংকের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি প্রকাশ, পরীক্ষার্থী ১ লাখ ২৮ হাজার ৪৪০

ফাইল ছবি

ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের সদস্যভুক্ত ৮টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানের ‘সিনিয়র অফিসার (সাধারণ)’–এর ৯৭৪টি পদের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি ও কেন্দ্রতালিকা প্রকাশ করা হয়েছে। ১৬ মে (শুক্রবার) এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

বৃহস্পতিবার (৮ মে) ব্যাংকার্স সিলেকশন কমিটির এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে পরীক্ষার সময়সূচি ও কেন্দ্রতালিকা প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৮টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানে ২০২২ সালভিত্তিক ‘সিনিয়র অফিসার (সাধারণ) (৯ম গ্রেড)–এর ৯৭৪টি শূন্য পদে নিয়োগে ২০/১২/২০২৩ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদনকারী প্রার্থীদের মধ্যে যোগ্য বিবেচিত প্রার্থীদের প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষা ১৬ মে ২০২৫ অনুষ্ঠিত হবে।

পরীক্ষার বিবরণ:

• সময়: সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত (মোট ১ ঘণ্টা)

• পূর্ণমান: ১০০ নম্বর

• পরীক্ষার্থী সংখ্যা: ১,২৮,৪৪০ জন

•    পরীক্ষা কেন্দ্র: মোট ৪৪টি

২০২২ সালভিত্তিক ৯ম গ্রেডের ‘সিনিয়র অফিসার (সাধারণ)’ পদে নিয়োগের জন্য ২০ ডিসেম্বর ২০২৩ তারিখে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদনকারীদের মধ্য থেকে যোগ্য বিবেচিত প্রার্থীদের এই প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে।

পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা:

• প্রবেশপত্রের ডুপ্লিকেট কপি বাংলাদেশ ব্যাংকের নিয়োগ–সংক্রান্ত ওয়েবসাইটে পাওয়া যাবে।

• প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থী পরীক্ষা দিতে পারবেন না।

• পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে।

পরীক্ষার পর কেউ কেন্দ্রে ঢুকতে পারবে না; দেরি কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হবে না।

• প্রবেশপত্র (এক কপি) ছাড়া অন্য কোনো কাগজ, বই, মানিব্যাগ, মোবাইল, ক্যালকুলেটর, স্মার্ট কার্ড, ইলেকট্রনিক ডিভাইস, স্মার্টওয়াচ ইত্যাদি বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ।

পরীক্ষাকালে এ ধরনের কিছু পাওয়া গেলে পরীক্ষার্থী বহিষ্কার এবং তার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

• প্রবেশপত্রে কিছু লেখা বা খসড়া তৈরি করা যাবে না।

• পরীক্ষা চলাকালীন উভয় কান দৃশ্যমান রাখতে হবে।

কেন্দ্রতালিকা ও রোল নম্বর জানতে এখানে ক্লিক করুন। 

বিভি/টিটি

মন্তব্য করুন: