• NEWS PORTAL

  • বুধবার, ৩০ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

৪৮তম বিসিএসের ফল প্রকাশের সময় জানালো পিএসসি

প্রকাশিত: ২২:০৩, ২০ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
৪৮তম বিসিএসের ফল প্রকাশের সময় জানালো পিএসসি

৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ) অনুষ্ঠিত হয়েছে গত ১৮ জুলাই। সোমবার (২১ জুলাই) এ বিসিএসের ফল প্রকাশের কথা রয়েছে। তবে ফল প্রস্তুত হয়ে গেলে আজ রবিবার রাতেও ফল প্রকাশ করা হতে পারে।

রবিবার (২০ জুলাই) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফল দ্রুত প্রকাশে পিএসসি কাজ করে যাচ্ছে। নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী আগামীকাল সোমবারের (২১ জুলাই) মধ্যেই ৪৮তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ করা হবে। তবে সব কিছু প্রস্তুত থাকলে তার আগেও প্রকাশ করা হতে পারে।

পিএসসি সূত্রে জানা গেছে, ৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে সরকার মোট ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেবে। এর মধ্যে ২ হাজার ৭০০ সহকারী সার্জন এবং ৩০০ সহকারী ডেন্টাল সার্জন হিসেবে নিয়োগ পাবেন।

গত ১৮ জুলাই সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর ২৭টি কেন্দ্রে ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন ৪১ হাজার ২৫ প্রার্থী। তবে পরীক্ষায় উপস্থিত ছিলেন কতজন, সে তথ্য প্রকাশ করেনি পিএসসি।

বিভি/টিটি

মন্তব্য করুন: