• NEWS PORTAL

  • শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬

প্রাইমারি শিক্ষক নিয়োগে ভাইভার জন্য চূড়ান্ত ৬৯২৬৫ জন, দেখে নিন রেজাল্ট

প্রকাশিত: ১৪:১১, ২২ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৪:১১, ২২ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
প্রাইমারি শিক্ষক নিয়োগে ভাইভার জন্য চূড়ান্ত ৬৯২৬৫ জন, দেখে নিন রেজাল্ট

অবশেষে প্রকাশিত হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষার ফলাফল। এতে উত্তীর্ণ হয়েছেন ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী। বুধবার (২১ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ ফলাফল প্রকাশ করে। উত্তীর্ণ সবাই ভাইভার জন্য চূড়ান্ত হয়েছেন। 

গত বছরের ৫ ও ১২ নভেম্বর ৬১টি জেলায় (তিন পার্বত্য জেলা ছাড়া) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষার বিজ্ঞাপন প্রকাশিত হয়েছিল। ওই বিজ্ঞপ্তির আলোকে মোট ১ হাজার ৪০৮টি কেন্দ্রে গত ৯ জানুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সহকারী শিক্ষকের ১৪ হাজার ৩৮৫টি পদের বিপরীতে ১০ লাখ ৮০ হাজার ৯৫টি আবেদন জমা পড়ে এবং মোট ৮ লাখ ৩০ হাজার ৮৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। সেখান থেকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৬৯ হাজার ২৬৫ জন। শতকরা ৮.৩৪জন পরীক্ষার্থী মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের তালিকা দেখে নিন এখানে।
 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত