• NEWS PORTAL

  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

বাংলাদেশ থেকে ২০০ নার্স নেবে কুয়েত

প্রকাশিত: ১৭:৫১, ৮ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
বাংলাদেশ থেকে ২০০ নার্স নেবে কুয়েত

কুয়েতের সিটি গ্রুপ জেনারেল ট্রেডিং কোম্পানির ব্যবস্থাপনায় দেশটির বিভিন্ন সরকারি হাসপাতালে ২০০ বাংলাদেশি নার্স নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে বাংলাদেশ থেকে এ নার্স নেওয়া হবে। নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

বোয়েসেলের দেওয়া এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিটি গ্রুপ জেনারেল ট্রেডিং কোম্পানির ব্যবস্থাপনায় নেওয়া হবে বিএসসি বা ডিপ্লোমা পাস ২০০ নার্স। এর মধ্যে ১৫০ জন নারী ও ৫০ জন পুরুষ।

আবেদনের যোগ্যতা
আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই সরকার স্বীকৃত নার্সিং ইনস্টিটিউট থেকে ব্যাচেলর ডিগ্রি বা ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে। সরকারি, আধা সরকারি বা বেসরকারি মেডিকেল কলেজ, হাসপাতাল বা প্রতিষ্ঠানে নার্স হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ২ বছর ৬ মাস মেয়াদসহ পাসপোর্ট থাকতে হবে। ১৯৮৩ সালের আগে যাদের জন্য তারা আবেদন করতে পারবেন না।

বাংলাদেশ থেকে ২০০ নার্স নেবে কুয়েত, বেতন ৯০,০০০

বেতন
মাসিক বেতন ৮০ থেকে ৯০ হাজার টাকা। বছরে বেতন বৃদ্ধি ১০ কুয়েতি দিনার। কুয়েতের শ্রম আইন অনুযায়ী ওভারটাইম পাবেন।

চাকরিতে যোগ দেওয়ার বিমানভাড়া এবং তিন বছর সন্তোষজনক চাকরি শেষে দেশে ফেরত আসার বিমানভাড়া নিয়োগকারী কোম্পানি দেবে। অন্য শর্ত কুয়েতের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের ইংরেজিতে এক কপি জীবনবৃত্তান্ত, সব শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ, নম্বরপত্র, ট্রান্সক্রিপ্টসহ বোয়েসেলের দেওয়া এই লিংকের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদনের শেষ সময়: আগামী ৪ অক্টোবর, ২০২২।

বিভি/এনএ

মন্তব্য করুন: