• NEWS PORTAL

  • বুধবার, ০২ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

একদিন পরই প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ!

প্রকাশিত: ১৯:০৬, ২৭ নভেম্বর ২০২২

আপডেট: ১৯:৪২, ২৭ নভেম্বর ২০২২

ফন্ট সাইজ
একদিন পরই প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ!

ফাইল ছবি

এ যেন হচ্ছে, হচ্ছে করেও হচ্ছে না। বলছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের কথা। সম্ভাব্য দিনক্ষণ ঘোষণা হয়, আর সেদিন এগিয়ে এলেই আবারও পিছিয়ে যায়। তবে রবিবার (২৭ নভেম্বর) জানা গেছে সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রস্তুত করা হয়েছে। আগামীকাল সোমবার বিকেলে (২৮ নভেম্বর) এ ফল প্রকাশ করা হবে। 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে এ খবর জানা গেছে।  নিয়োগ কমিটির এক সদস্য ও ডিপিইর কর্মকর্তা জানান, সহকারী শিক্ষক পদের চূড়ান্ত ফল তৈরির সব কাজ শেষ। গত বৃহস্পতিবার বুয়েটে গিয়ে ফলাফল যাচাই-বাছাই করা হয়েছে। সোমবার বিকেলের মধ্যে এটি প্রকাশ করা হবে।

মন্ত্রণালয় সূত্র বলছে, ৩২ হাজার পদের জন্য পরীক্ষা নেওয়া হয়েছে। এখন পদ সংখ্যা বাড়ানোর দাবিতে চাকরি প্রার্থীরা গত কয়েক দিন ধরে আন্দোলন শুরু করেছে। যা ফলাফল ঘোষণাকে প্রভাবিত করছে। সে কারণে এক রকম চুপিসারে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করতে চায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। 

উল্লেখ্য, এই নিয়োগ বিজ্ঞপ্তিতে লিখিত ও মৌখিক পরীক্ষা তিন ধাপে নেওয়া সম্পন্ন হয়েছে গত সেপ্টেম্বরে। সব মিলিয়ে চূড়ান্ত ফল একবারে প্রকাশ করা হবে। প্রথম ধাপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৪০ হাজার ৮৬২ জন, দ্বিতীয় ধাপে ৫৩ হাজার ৫৯৫ এবং তৃতীয় ধাপে ৫৭ হাজার ৩৬৮ জন। পরে ধাপে ধাপে মৌখিক পরীক্ষা গ্রহণ করে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2