• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

দেশে প্রথম সমুদ্র সাংবাদিকতার সুযোগ দিচ্ছে ওশানটাইমস

প্রকাশিত: ২২:৫৫, ২৭ নভেম্বর ২০২২

আপডেট: ২৩:১০, ২৭ নভেম্বর ২০২২

ফন্ট সাইজ
দেশে প্রথম সমুদ্র সাংবাদিকতার সুযোগ দিচ্ছে ওশানটাইমস

উপকূল ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধিসহ ৭ পদে জনবল নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সমুদ্র অর্থনীতি, পরিবেশ, জলবায়ু ও উপকূলের সংবাদ তুলে ধরতে বাংলাদেশে প্রথম চালু হতে যাওয়া ভিজ্যুয়ালভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ওশানটাইমস। আগ্রহীদের কাছ থেকে আগামী ৫ ডিসেম্বরের মধ্যে সিভি আহ্বান করেছে প্রতিষ্ঠানটি।

পূর্বে পরিবেশ বিষয়ক প্রতিবেদনের অভিজ্ঞতা, ভিজ্যুয়াল দক্ষতা ও শুদ্ধ উচ্চারণে পারদর্শীদের প্রতিষ্ঠানটির ওয়েব পোর্টালে দেওয়া ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে বলেছে ওশানটাইমস। বেতন-ভাতা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

পদগুলো হলো:
* ট্রেইনি রিপোর্টার: ২ জন
* নিউজরুম এডিটর: ২ জন
* ভিডিও এডিটর: ১জন
* ক্যামেরাপার্সন: ১জন
* ব্যুরো প্রধান: চট্টগ্রাম-কক্সবাজার কোস্ট ব্যুরো, ফেনী-চাঁদপুর কোস্ট ব্যুরো, বরিশাল কোস্ট ব্যুরো এবং খুলনা কোস্ট ব্যুরো
* উপজেলা প্রতিনিধি: ৩১টি সমুদ্র উপকূলীয় উপজেলায়
* বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সমুদ্র, ফিশারিজ ও পরিবেশ বিভাগ চালু থাকা সকল বিশ্ববিদ্যালয়

উপজেলাগুলো হলো: সাতক্ষীরার শ্যামনগর; খুলনার কয়রা; বাগেরহাটের মোংলা; বরগুনা সদর ও পাথরঘাটা; পটুয়াখালীর রাঙ্গাবালি ও কলাপাড়া (কুয়াকাটা); ভোলার চরফ্যাশন, লালমোহন, মনপুরা ও তজুমদ্দিন; নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও হাতিয়া; ফেনীর সোনাগাজী; চট্টগ্রামের পোর্ট, ডাবলমুরিং, মিরসরাই, পাহাড়তলি, সন্দ্বীপ, পতেঙ্গা, হালিশহর, সীতাকুণ্ড, আনোয়ারা ও বাঁশখালী এবং কক্সবাজার সদর, চকরিয়া, কুতুবদিয়া, উখিয়া, মহেশখালী, রামু ও টেকনাফ উপজেলা।

আবেদন যেভাবে : আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের লিংক

বিভি/কেএস

মন্তব্য করুন: