• NEWS PORTAL

  • বুধবার, ১৪ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

প্রাথমিক শিক্ষক নিয়োগে ফল প্রকাশের চূড়ান্ত তারিখ জানালো মন্ত্রণালয়

প্রকাশিত: ১৬:১০, ২৮ নভেম্বর ২০২২

আপডেট: ১৬:২১, ২৮ নভেম্বর ২০২২

ফন্ট সাইজ
প্রাথমিক শিক্ষক নিয়োগে ফল প্রকাশের চূড়ান্ত তারিখ জানালো মন্ত্রণালয়

বারবার পেছাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার-২০২০ ফলাফল। পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার (২৮ নভেম্বর) প্রকাশ করার কথা থাকলেও তা হচ্ছে না। বরং আরও দুই সপ্তাহ পিছিয়েছে ফল ঘোষণার দিনক্ষণ।

আগামী ১৪ ডিসেম্বর পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সোমবার (২৮ নভেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী- ৩২ হাজার ৫৭৭টি শূন্যপদে নিয়োগের জন্য ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মাহবুবুর রহমান তুহিন জানান, ফলাফল প্রকাশে প্রকৃত শূন্যপদ পূরণের অপরিহার্যতা যাচাই-বাছাই এবং চূড়ান্ত করে ফলাফল আগামী ১৪ ডিসেম্বর প্রকাশ করা হবে।

এর আগে বলা হয়েছিল নভেম্বরের শেষ সপ্তাহে প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ হবে। কিন্তু জটিলতার অবসান না হওয়ায় এবং পদ বাড়ানোর আন্দোলনের কারণে নভেম্বরে এই ফল প্রকাশ হয়নি।

উল্লেখ্য, ২০২০ সালের ২০ অক্টোবর ৩২ হাজার ৫৭৭টি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন আবেদন করেন। করোনায় আটকে থাকার পর চলতি বছর ধাপে ধাপে পরীক্ষা নেওয়া হয়। প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্ত ফল প্রকাশ করা হচ্ছে বলে জানায় মন্ত্রণালয়। ধাপে ধাপে মৌখিক পরীক্ষাও অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: 
মাঝরাতে এমবাপের কাছে ট্রাম্পের মেয়ে, পোস্ট করলেন সেই ছবি

বিভি/এজেড

মন্তব্য করুন: