• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা যে মাসে

প্রকাশিত: ২৩:৪৫, ১৪ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা যে মাসে

ফাইল ছবি

মে মাসের প্রথম সপ্তাহে ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তবে এখন পর্যন্ত চূড়ান্ত তারিখ ঘোষণা করেনি পিএসসি।

মঙ্গলবার (১৪ মার্চ) পরীক্ষার তারিখ নিয়ে পিএসসি কর্মকর্তাদের এক অনানুষ্ঠানিক সভা হয়। সেখানে মে মাসে প্রিলিমিনারি পরীক্ষা আয়োজনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা যায়, বিশাল সংখ্যক পরীক্ষার্থীর প্রশ্নপত্র ছাপানো, পরীক্ষার কেন্দ্র পাওয়া, আসন্ন রমজানসহ বেশ কিছু কারণে মে মাসের আগে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে না। তাই মে মাসের প্রথম দিকে পরীক্ষা আয়োজনের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে আবারও আলোচনা হবে। তখন চূড়ান্ত তারিখ বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দেওয়া হবে।

গত বছরের ৩০ নভেম্বর পিএসসি ওয়েবসাইটে ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ১০ ডিসেম্বর আবেদনের শুরু হয়ে শেষ হয় ৩১ ডিসেম্বর। এতে আবেদন করেন ৩ লাখ ৪৬ হাজার প্রার্থী। ৪৫তম বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। নন-ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জন।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2