• NEWS PORTAL

বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

জানা গেল ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ

প্রকাশিত: ১৭:২৯, ১৯ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
জানা গেল ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ

ফাইল ছবি

৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৯ অনুষ্ঠিত হবে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি। রবিবার (১৯ মার্চ) সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে এ তথ্য জানা গেছে। 

আনুষ্ঠানিকভাবে এখনো না জানালেও চলতি সপ্তাহে এ বিষয়ে জানানো হবে বলে তথ্য পাওয়া গেছে।

নাম প্রকাশ না করার শর্তে পিএসসির এক কর্মকর্তা গণমাধ্যমকে, আগামী ১৯ মে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজনের দিন ধার্য করা হয়েছে। বিজি প্রেসের সঙ্গে আলোচনা করে এমন সিদ্ধান্ত নিয়েছে কমিশন। চলতি সপ্তাহে এ বিষয়ে ঘোষণা দেবে পিএসসি।

প্রিলিমিনারি পরীক্ষায় ২০০ নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর পাবেন প্রার্থী। তবে ভুল উত্তর দিলে প্রতিটি ভুলের জন্য  প্রাপ্ত নম্বর থেকে শূন্য দশমিক ৫০ নম্বর কাটা যাবে।

উল্লেখ্য, গত বছরের ৩০ নভেম্বর পিএসসির ওয়েবসাইটে ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ১০ ডিসেম্বর আবেদন শুরু হয়ে শেষ হয় ৩১ ডিসেম্বর। ৪৫তম বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। নন-ক্যাডার পদে নেওয়া হবে এক হাজার ২২ জন। ৪৫তম বিসিএসে আবেদন করেছেন ৩ লাখ ৪৬ হাজার প্রার্থী। 

বিভি/এজেড

মন্তব্য করুন: