• NEWS PORTAL

  • বুধবার, ০৭ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ

প্রকাশিত: ২২:৩৫, ৫ মে ২০২৫

ফন্ট সাইজ
৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ

ফাইল ছবি

৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২০ মে শুরু হয়ে এই মৌখিক পরীক্ষা চলবে ২৪ জুন পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সোমবার (৫ মে) বিকেলে পিএসসির ওয়েবসাইটে সময়সূচি ও প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। একই দিন সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সময়সূচি ও পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য পিএসসির ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে পাওয়া যাবে। তবে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা পরিবর্তনের অধিকার রাখে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

বিভি/এসজি

মন্তব্য করুন: