• NEWS PORTAL

  • সোমবার, ০৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

খুশকি বা উকুন দূর করতে বাড়িতেই তৈরি করুন সমাধান

প্রকাশিত: ১৭:৪৫, ১৯ জানুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
খুশকি বা উকুন দূর করতে বাড়িতেই তৈরি করুন সমাধান

চলছে শীতকাল। শীতের জন্য প্রতিদিন শ্যাম্পু করা সম্ভব হয় না। এদিকে শীতেই মাথায় সবচেয়ে বেশি তেলতেলে হয়ে ময়লা জমে। এর জন্য দূষণের প্রভাব তো আছেই। সঙ্গে শীতের আবহাওয়া। মুখে ক্রিম বেশি মেখা হয়, হাতে-পায়ে লোশন লাগানো হয় আর এসবের জন্য চুলে বেশি ময়লা হয়

শীত মানেই ত্বকের একাধিক সমস্যা আসে। ত্বক নিষ্প্রাণ হয়ে যাওয়া, চামড়া শুকনো খসখসে হয়ে যাওয়া, রুক্ষ্ম হয়ে যাওয়া ইত্যাদি। এই সময় আবহাওয়াতে আর্দ্রতার পরিমাণ কম থাকে একই সঙ্গে দূষণের মাত্রা অনেক বেশি থাকে যে কারণো সংস্যা হয়

এছাড়াও এই সময় চুলে খুশকির খুব সমস্যা হয়। কারণ একটাই, চামড়া শুষ্ক থাকে। যাঁদের সারা বছর খুশকির সমস্যা থাকে না তাঁদেরও শীত পড়লে খুশকির সমস্যা হবেই। খুশকি হলে শুধু যে মাথা চুলকোয় তা নয় সঙ্গে অনেক চুলও কিন্তু পড়ে যায়

চুল পরিষ্কার রাখা আমাদের প্রাথমিক হাইজিনের মদ্যে পড়ে। সপ্তাহে অন্তত দু দিন শ্যাম্পু করতেই হবে। তিনদিন করতে পারলে খুব ভাল। যারা খুবই অপরিষ্কার নোংরা থাকে তাদের মাথায় উকুন বেশি হয়। তবে উকুন অন্যের মাথা থেকে নিজের মাথায় বাসা বাঁধতেও কিন্তু বেশি সময় লাগে না

নিয়ম করে মাথা পরিষ্কার তো রাখতেই হবে। সেই সঙ্গে বাড়িতেই বানিয়ে রাখুন এই তেল। তাহলে খুশকির সমস্যা তো আসবেই না। সঙ্গে উকুনও চিরতরে বিদায় নেবে। অন্য কোনও ওষুধ বা শ্যাম্পু মাথায় লাগাতে হবে না

বেশ অনেকটা নিমপাতা একদিন রোদে ফেলে ভাল করে শুকনো করে নিতে হবে। এবার সেই পাতা ভাল করে ধুয়ে নিন। ভাল করে জল ঝারিয়ে সামান্য জল দিয়ে নিমপাতা বেটে নিন। গ্যাসে কড়াই বসিয়ে তাতে এক চামচ মেথি এক চামচ কালোজিরে দিন

এর মধ্যে ১৫০ গ্রাম নারকেল তেল দিতে হবে। ৫০ গ্রাম সরষের তেল দিন। নারকেল তেলে কোনও রকম সুগন্ধ থাকলে চলবে না। ঘড়ি ধরে ১৫ মিনিট এই তেল ফুটিয়ে নিতে হবে। সঙ্গে নিমের পেস্টও দেবেন। এই তেল ফুটলে কালো হয়, লো ফ্লেমে জ্বাল দিতে হবে। কালচে হয়ে এলে গ্যাস অফ করে ঢাকা দিয়ে রাখুন

সম্পূর্ণ ঠান্ডা হলে তা সাদা সুতির কাপড়ে ছেঁকে নিন বাটিতে। তৈরি হয়ে গেল নিম তেল। এই তেল চুলের জন্য খুবই ভাল। স্নানের দু ঘন্টা আগে এই তেল লাগান। এরপর ফভাল করে শ্যাম্পু করে নিতে ভুলবেন না। সূত্র: টিভি নাইন

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2