শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত ক্রেতা-বিক্রেতা

ঈদ উৎসব সামনে রেখে চলছে শেষ সময়ের কেনাকাটা। রোজার শুরুর দিকে খুব বেশি ভিড় না থাকলেও শেষের দিকে ক্রেতা সমাগম অনেক বেশি। এবার দেশীয় ব্র্যান্ডের পোশাকের আউটলেটগুলোতে নজর বেশি পোশাক প্রেমীদের।
এদিকে, ঈদে নতুন নতুন ডিজাইনের পোশাক নিয়ে এসেছে জনপ্রিয় ব্র্যান্ড 'মেন্স ওয়ার্ল্ড'। এই ব্র্যান্ডের মিরপুরের শাখাসহ সব আউটলেটেই কেনাকাটার পেমেন্ট বিকাশে পরিশোধ করলে থাকছে ক্যাশব্যাক আফার।
দেশীয় পোশাক ব্র্যান্ড-মেন্স ওয়ার্ল্ড। প্রতিটি উৎসব আয়োজনেই সব বয়সী পুরুষদের নতুন নতুন পোশাকের সংগ্রহে এগিয়ে থাকে এটি।
এবারের ঈদ উপলক্ষে পোশাকের এ ব্র্যান্ডটি সংযোজন করেছে বৈচিত্রপূর্ণ পোশাকের সমাহার। নজরকাড়া ডিজাইনের পাঞ্জাবি, শার্ট, প্যান্ট ও পলো শার্টগুলো সহজেই আকৃষ্ট করছে ক্রেতাদের। তাই, দূর-দূরান্ত থেকে অনেকেই ভিড় করছেন মিরপুরের মেন্স ওয়ার্ল্ডের শোরুমে।
বাহারি ডিজাইনের পোশাকের সমাহার থেকে পছন্দ হলেই সবাই কিনে নিচ্ছেন নিজের কিংবা পরিবারের জন্য।
এদিকে, 'মেন্স ওয়ার্ল্ড' থেকে কেনাকাটার খরচ বিকাশে পরিশোধে মিলছে দশ শতাংশ ইন্সট্যান্ট ক্যাশব্যাক। এতে বিকাশ পেমেন্টেই আগ্রহ বেশি ক্রেতাদের।
ঈদ কেনাকাটায় বিকাশের এ অফার থাকবে আগামী ১০ এপ্রিল পর্যন্ত।
বিভি/রিসি
মন্তব্য করুন: