কখন বুঝবেন একটি সম্পর্ক শেষ করার সময় এসেছে

ফাইল ছবি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ বিভিন্ন সম্পর্কে জড়িয়ে থাকে। জন্মের সাথে সাথে তৈরি হয় সম্পর্ক, পায় বিশেষ বিশেষ নাম। পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী নিয়েই শুরু হয় সম্পর্কের। জীবন বাড়ার সাথে সাথে বাড়ে সর্ম্পকের ধরণ। তবে, অনেক সময়ই এ সম্পর্কগুলোতে ফাটল ধরে। অনেকেই হাজারো চেষ্টা করে সম্পর্ক টিকিয়ে রাখতে, আবার অনেকে এক মুহুর্তে শেষ করে ফেলে সবকিছু। সম্পর্ক শেষ করে দেওয়া কারো জন্যই সহজ নয়। যেকোনো সম্পর্ক মানুষের জীবনে অনেক স্মৃতির জন্ম দেয়, হোক সে সম্পর্ক বন্ধুত্বের কিংবা প্রেমের। আমরা অনেকেই জানিনা একটি সম্পর্ক কখন ধরে রাখতে হবে আবার কখন শেষ করা উচিৎ।
বিশ্বাস- যেকোনো সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশ্বাস। পরস্পরের মধ্যে বিশ্বাসের ঘাটতি থাকলে সম্পর্ক বেশিদূর নিয়ে যাওয়া যায় না। যেকোনো সম্পর্কে বিশ্বাস হলো প্রাণশক্তির মতো। ঠিক তেমনি যেকোনো সম্পর্কে বিশ্বাস না থাকলে সে সম্পর্কটা আর টিকিয়ে রাখা যায় না।
পারস্পারিক বোঝাপড়া- তথ্য ও প্রযুক্তির উন্নয়নে মানুষের মাঝে দূরত্ব বাড়িয়েছে বহুগুণ। মোবাইলে চ্যাট করা কিংবা ভয়েস কলে কথা বললেও সম্পর্কের গভীরতাগুলো আর আগের মত নেই। শুধু আবেগ, ভালোবাসা কিংবা আকর্ষণ দিয়ে কোনো সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। সাথে দরকার পারস্পরিক বোঝাপড়া, ত্যাগ কিংবা একে অপরের সঙ্গে মানিয়ে চলার ব্যাপারগুলোও। আর এগুলো কোনো সম্পর্কে না থাকে তাহলে ঐ সম্পর্ক শেষ করা উপযুক্ত সিদ্ধান্ত।
যোগাযোগের ঘাটতি- পারস্পরিক যোগাযোগের ঘাটতি হলে একটি সম্পর্ক শেষের দিকে মোড় নিতে পারে। যদি আপনার এবং আপনার সঙ্গী কিংবা বন্ধুর সাথে কোনো যোগাযোগ না থাকে এবং চেষ্টা করেও যোগাযোগ আর স্থাপন না করা যায় তাহলে সে সম্পর্ক থেকে সরে আসার সিদ্ধান্তই গ্রহণ করা উচিৎ।
মনোযোগ প্রত্যাশা- সম্পর্কেও অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হলো মনোযোগ। যে কোনো সম্পর্কে দুইজন দুইজনের প্রতি মনোযোগ না থাকলে সেই সম্পর্ক স্থায়ী হয়না। ভালোবাসার কিংবা ভালো লাগার মানুষের কাছে সবসময় মানুষ একটু বিশেষ মনোযোগ প্রত্যাশা করে। আর সেটা না পেলে বা অপর মানুষটি সমানভাবে মনোযোগী না হলে তখন সঙ্গীর হয় একরাশ হতাশা। তাই যখনই এ ব্যাপারটা বোঝা যাবে যে নিজের ভালোবাসার মানুষটি থেকে শত চেষ্টা করেও আর আগের মতো মনোযোগ পাওয়া যাচ্ছে না, তখন বুঝে নিতে হবে সম্পর্ক শেষ করার সময় চলে এসেছে।
সম্পর্কে শেষ মানে আসলে কী? সব শেষই আসলে পরিবর্তন। প্রত্যেক মানুষের জীবনেই আসলে প্রতিনিয়ত বিভিন্ন পরিবর্তন আসে। আর তাই দুটি মানুষের সম্পর্কের মধ্যেও পরিবর্তন আসবে এটাই স্বাভাবিক ব্যাপার।
বিভি/এসজি
মন্তব্য করুন: