ঈদ কেনাকাটায় ক্যাশব্যাক অফার
এবারের ঈদে মেয়েদের জন্য শৌখিন পোশাকের পাশাপাশি ফ্যাশনের নানা অনুষঙ্গের সম্ভার নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড 'সেলিব্রেশন'। ক্রেতাদের মন জয় করতে ফ্যাশনেবল টপস, ব্যাগ, জুতা, স্কার্ফে আউটলেট সাজিয়ে তোলা হয়েছে। সেলিব্রেশন থেকে ঈদ কেনাকাটায় ক্রেতাদের জন্য রয়েছে বিকাশ পেমেন্টে ক্যাশব্যাক অফার।
ঈদ কেনাকাটায় সবারই নজর থাকে ভালো মান ও সহনীয় দামের মধ্যে পছন্দের পণ্য কেনাকাটায়। অনেকেই শাড়ি, জামা কেনা শেষ করে আসেন জুতো-ব্যাগসহ ফ্যাশনের অন্যান্য অনুষঙ্গের খোঁজে।
ঈদ উপলক্ষে রাজধানীর বেইলি রোডের শোরুমে নতুন নতুন ডিজাইনের ব্যাগ আর হাল-ফ্যাশনের জুতা-স্যান্ডেল তুলেছে জনপ্রিয় ব্র্যান্ড 'সেলিব্রেশন'। পশ্চিমা ধাঁচের টপ-স্কার্ফেরও বাহারি সমাহার রয়েছে সেখানে। একই আউটলেট থেকে প্রয়োজনীয় কেনাকাটা সারতে পারায় ক্রেতারাও সন্তুষ্ট।
এদিকে, সেলিব্রেশনের আউটলেট থেকে কেনাকাটায় বিকাশে পেমেন্ট করলে মিলছে তিনশ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার।
ঈদ কেনাকাটায় দেশব্যাপী বিকাশের এই ক্যাশব্যাক অফার থাকবে ১৬ জুন পর্যন্ত।
বিভি/রিসি
মন্তব্য করুন: