ঝগড়া করলেই প্রেম বাড়বে সম্পর্কে, মান-অভিমানেও আছে সুফল

ঝগড়া যত বেশি হবে, সম্পর্কের বুনিয়াদ তত দৃঢ় হবে, এমনটিই বলছে গবেষণা। ঝগড়া তো শুধু একে অপরের প্রতি বিরক্তি, রাগ, অভিমান উগড়ে দেওয়ার মাধ্যম নয়। ঝগড়ার মাধ্যমে অনেক কিছু নিষ্পত্তিও হয়। ঝগড়া করলে সম্পর্কেও উন্নতি হয়। অর্থাৎ, ঝগড়া করলেই প্রেম বাড়বে সম্পর্কে, মান-অভিমানেও আছে সুফল। জেনে নিন মূল কারণ।
সঙ্গীর মন বোঝা যায়: ঝগড়ার সময় অনুভূতি, আবেগ চেপে রাখা যায় না। মনের মধ্যে কী চলছে তা বাইরে বেরিয়ে আসে। এমনি সময়ে কথা বললে হয়তো মনের আঘাত জানা যায় না। দু’জনের বাগ্যুদ্ধে তা বেরিয়ে আসে। উল্টোদিকের মানুষটি মনের মধ্যে কতটা ক্ষত লুকিয়ে রেখেছে, তা প্রকাশ্যে আসে। এর ফলে ভুল বোঝাবুঝি অনেকটাই কমে। কোনও বিষয় নিয়ে মনোমালিন্য হলে, নিজের ভুল কেউই বুঝতে পারেন না। কিন্তু ঝগড়া হলে একে-অপরের সঙ্গে কথাবার্তায় নিজের ভুলগুলি ধরা পড়ে। সুস্থ-স্বাভাবিক আলোচনায় হয়তো সেটা আড়ালেই থেকে যেত। ঝগড়া সেদিক থেকে উপকারী হতে পারে।
সম্পর্কের বন্ধন মজবুত হয়: আদর্শ সম্পর্ক বলে কিছু হয় না। সুখী সম্পর্কের নির্দিষ্ট কোনও ফর্মুলাও নেই। সম্পর্কের বন্ধন মজবুত করে তোলার নেই বিশেষ কোনও কৌশলও। তবে প্রেমের জোয়ারে ভেসে যেতে যেতে মাঝে একে-অপরের প্রতি বিদ্রোহী হয়ে উঠলেও মন্দ হয় না। তাতে সঙ্গীর মনের আরও কাছাকাছি পৌঁছনো যাবে।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
বিভি/পিএইচ
মন্তব্য করুন: