• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

ত্বকের যত্নে বেলি ফুল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১:৪৩, ২৮ ফেব্রুয়ারি ২০২২

ফন্ট সাইজ
ত্বকের যত্নে বেলি ফুল

বেলি ফুল

ত্বক টান টান ও মসৃণ করতে বেলি খুব কার্যকরি ভূমিকা রাখে। নিয়মিত ব্যবহারে দূর হয় বলিরেখাও। বেলি ফুল থেঁতো করে নিয়ে এর সঙ্গে অ্যালোভেরার রস ও মধু মিশিয়ে ত্বকে ব্যবহার করা যেতে পারে।

যাদের শুষ্ক ত্বক, তারা এটি মুখে সপ্তাহে দু’বার ব্যবহার করলে উপকার পাবেন। এটি ত্বকের শুষ্কতা সারিয়ে তুলতে সাহায্য করবে। এছাড়া বেলি ফুলের পাপড়ি ফুটন্ত পানিতে তিন থেকে পাঁচ মিনিট রাখার পর পানি ছেঁকে দুধের মালাইয়ের সঙ্গে পেস্ট করে নিয়েও তৈরি করা যায় প্যাক।

মসৃণ ত্বকের জন্য দারুণ কাজ করে বেলি ফুল। যাদের সেনসিটিভ বা সংবেদনশীল ত্বক, তারা টক দইয়ের সঙ্গে ব্লেন্ড করে মুখে লাগাতে পারেন। সপ্তাহে একবার করলেই চলবে। বেলি ফুলে অ্যালোভেরা মিশিয়ে ত্বকে লাগালেও ত্বক টান টান ও মসৃণ হয়ে উঠে।

প্যাক তৈরির আগে ফুল ভালো করে ধুয়ে নেওয়া জরুরি। ফুল কখনোই সরাসরি ত্বকে ব্যবহার করা উচিত নয়। অবশ্যই অন্য কোনো ত্বকবান্ধব উপাদানের সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে হবে।

ফুলের তৈরি প্যাক টাটকা অবস্থায় ব্যবহার করুন। বেশি সময় রেখে দিলে এতে ব্যাকটেরিয়া জন্ম নিতে পারে, যা ত্বকের জন্য ক্ষতিকর। ফুলের প্যাক ব্যবহার করার আগে হাতের কোনো অংশে মেখে দেখে নেওয়া উচিত এর থেকে ত্বকে কোনো সমস্যার সৃষ্টি হয় কি না।

বেলির ফুলের কিছু ভেষজ গুণ রয়েছে। বেলির মূল ও কচি পাতা থেঁতো করে সিদ্ধ করে খেলে বুকে বসে যাওয়া সর্দি ভালো হয়। শ্বাসকষ্ট রোধেও কার্যকর। পেটের কৃমি দমনের জন্য বেলি ফুলের রস গরম পানির সঙ্গে খেলে উপকার পাওয়া যায়। বমির ভাব হলে বেলির মূলের রস আতপ চাল ধোয়া পানি ও চিনি মিশিয়ে খেলে বমি বমি ভাব দূর হয়। বেলি পাতা বেটে ক্ষতের ওপর প্রলেপ দিলে দ্রুত সেরে যায়। এ ছাড়া বেলির পাতা বেটে পানির সঙ্গে গুলিয়ে খেলে ঘুম ভালো হয়।

একেক মৌসুমে একেক রকম ফুল পাওয়া যায়। রুপচর্চার ক্ষেত্রে সেগুলো ব্যবহার করা যায়। কিন্তু সরাসরি ফুল ব্যবহার করলে ত্বকের ক্ষতি হতে পারে। তাই অবশ্যই কোন কিছুর সঙ্গে মিশিয়ে ফুল ব্যবহার করা উচিত।

বিভি/এএইচ/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2