• NEWS PORTAL

  • বুধবার, ২২ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মোটরসাইকেলে তেল সাশ্রয় করার উপায়

প্রকাশিত: ২১:৫৯, ২১ আগস্ট ২০২২

ফন্ট সাইজ
মোটরসাইকেলে তেল সাশ্রয় করার উপায়

তেলের চড়া মুল্যের এই বাজারে গাড়িতে তেল ভরতে নিম্ন-মধ্যবিত্তের  কপালে ভাঁজ। এই ভাঁজ কাটানোর কিছু পরামর্শ দিয়েছেন বিভিন্ন ম্যাকানিক-ও বিশেষজ্ঞরা। 

পরামর্শ:

•    কম্প্রেশার ও পিস্টন সহ গাড়ির সকল পার্টস এর নিয়মিত যত্ন নিতে হবে। 
•    সবসময় পাম্পের তলে ব্যবহার করা উচিত। বাইরের তেল ব্যবহার এড়িয়ে চলাই বুদ্ধি মানের কাজ। 
•    গাড়িতে অতিরিক্ত ওজন বহন করা থেকে বিরত থাকতে হবে। 
•    গাড়ির চাকায় পরিমিত হাওয়া থাকতে হবে। 
•    গাড়ির ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম নিয়মিত পরিষ্কার ও চেক করতে হবে। 
•    আরপিএম ৫০০০ থেকে ৬০০০ এর মধ্যে রাখা  এবং ভালো ইঞ্জিন ওয়েল ব্যবহার করতে হবে যাতে ইঞ্জিন ভালো থাকে।

 


 

বিভি/এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2