• NEWS PORTAL

  • শনিবার, ০৫ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

মানিব্যাগে ছোট্ট যে জিনিস রাখলে কাটবে সংকট!

প্রকাশিত: ২০:৪৫, ২২ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
মানিব্যাগে ছোট্ট যে জিনিস রাখলে কাটবে সংকট!

বাস্তুবিদরা মনে করেন, অর্থনৈতিক সংকটকে যদি কাটিয়ে তুলতে চান তাহলে মানিব্যাগে এই ছোট্ট একটা জিনিস রাখতে পারেন। মানিব্যাগ এই জিনিসটি যদি রাখেন, তাহলে জীবনের কোন সমস্যাই আপনাকে ছুঁতে পারবে না। আপনি আপনার মানিব্যাগে কোন ছোট জিনিসটি রাখবেন যা আপনার জীবনকে বদলে দিতে পারে? 

অসাধারণ ছোট্ট একটি জিনিস আপনার জীবনে সমস্ত সমস্যাকে দূর করতে পারে? আপনি কি জানেন এই জিনিসটি কী? মানিব্যাগে অথবা আপনি যেখানে টাকা-পয়সা রাখেন, সেখানে এক টুকরো হলুদ রেখে দিন, এক টুকরো হলুদ আপনার জীবনকে পাল্টে দিতে পারে এমনটাই বলছেন বাস্তু বিশেষজ্ঞ। 

তবে শুধু অর্থাভাবই নয়। এক টুকরো হলুদ আপনি যদি বিছানার তলায় রেখে দেন, তাহলে শারীরিক অসুস্থতা থেকেও আপনি রক্ষা পাবেন। 

দাম্পত্য কলহকে দূর করতে সাহায্য করে কাঁচা হলুদ কাঁচা হলুদ। আপনি যদি আপনার বেডরুমে দুই এক টুকরো রেখে দিতে পারেন, তাহলে সংসারে অশান্তি দূর হয়। জীবনে সাফল্য আনতে সাহায্য করে কাঁচা হলুদ। প্রতিদিন কাঁচা হলুদ যদি সামান্য জলের মধ্যে মিশিয়ে আপনি যদি স্নান করতে পারেন অথবা কাঁচা হলুদ আপনি যদি আপনার সঙ্গে রাখতে পারেন মানিব্যাগের মধ্যে রাখতে পারেন, তাহলে জীবনে অবশ্যই সাফল্য আসবে, কোন ইন্টারভিউতে যাওয়ার সময় কাছে এক টুকরো হলুদ রেখে দিতে পারেন।

মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করে কাঁচা হলুদ কাঁচা হলুদের দুধ পান করা অথবা কাঁচা হলুদ আপনি যদি আপনার সঙ্গে রাখতে পারেন মানি ব্যাগের ভেতরে রাখতে পারেন তাহলে বাস্তু বিশেষজ্ঞ সবগুলো বলছে, এর ফলে যেহেতু অর্থনৈতিক সমস্যা কেটে যায় তাই মানসিক শান্তি অধিকাংশ ফিরে আসে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2