• NEWS PORTAL

  • সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

পুরুষ কম সুন্দর হলেই নারীরা বেশি সুখী: গবেষণা

প্রকাশিত: ১৯:৫৩, ২২ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
পুরুষ কম সুন্দর হলেই নারীরা বেশি সুখী: গবেষণা

ছবি: সংগৃহীত

সদ্য বিবাহিত ১১৩ জন দম্পতিকে বিশ্লেষণ করে ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা গেছে, পুরুষ কম সুন্দর হলে নারীরা বেশি সুখী হয়। গবেষণায় আরো বলা হয়েছে, যে সম্পর্কে পুরুষের চেয়ে নারীরা বেশি সুন্দরী হয়, সেখানে সম্পর্কের সফলতার সম্ভাবনা বেশি থাকে।

 জরিপে বিবাহিত স্বামী-স্ত্রীকে চেহারার উপর ভিত্তি করে নম্বর দেওয়া হয়। এই ক্ষেত্রে দেখা যায়, স্ত্রীর চেয়ে সৌন্দর্যে পিছিয়ে থাকা স্বামীরা সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষেত্রে বেশি যত্নবান। উপহার দেওয়া, ঘরের কাজ করা, নিজেকে নতুন করে উপস্থাপন করা, ভালোবাসার নিত্যনতুন ধরন বের করায় তাদের প্রচেষ্টা থাকে একটু বেশিই।

গবেষণা বলছে, কম সুন্দর পুরুষরা স্ত্রীর মর্ম সহজে বুঝতে পারে। তাই এই কোয়ালিটির পুরুষরা বেশি প্রতিশ্রুতিবদ্ধ হয়। ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির গবেষণা বলছে, স্বামী-স্ত্রীর মাঝে যখন স্বামী বেশি সুন্দর হয় তখন স্ত্রী হীনমন্যতায় ভোগে, তখন নানান সমস্যার সৃষ্টি হয়। 

গবেষক তানিয়া বলেন, গবেষণার ফলাফল এটাই ইঙ্গিত করে যে, স্ত্রীর জন্য নেতিবাচক পরিণতি হতে পারে সুদর্শন স্বামী, বিশেষ করে স্ত্রী যদি বিশেষভাবে আকর্ষণীয় না হয়। 

তথ্যসূত্র: ম্যানস হেলথ
 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2