আজ থেকে শুরু হয়েছে ঈদের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি
আজ থেকে শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। গেলো রাত থেকেই কমলাপুর স্টেশনে টিকিট প্রত্যাশীদের দীর্ঘ লাইন শুরু হয়।
সকাল আটটায় শুরু হয় বিক্রি। উত্তরাঞ্চলের রুটগুলোতে ভিড় থাকলেও পূর্বাঞ্চলের রুট চট্টগ্রামের কাউন্টার ছিলো একেবারেই ফাঁকা। আজ বিক্রি হচ্ছে ২৭ আগস্টের টিকিট। ঐদিনের রংপুর এক্সপ্রেস ট্রেনের টিকিট না পেয়ে ক্ষোভ জানিয়েছেন অনেক যাত্রী। তাদের অভিযোগ যাত্রায় সাপ্তাহিক ছুটি বাতিল করার ঘোষণা দিলেও রংপুর এক্সপ্রেসের ক্ষেত্রে তা মানা হচ্ছে না। এ বিষয়ে আগে কোন ঘোষণা না দেয়ায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। কমলাপুর স্টেশন ম্যানেজার জানান, সাপ্তাহিক ছুটির কারনেই রংপুর এক্সপ্রেস বন্ধ রাখা হয়েছে। বন্যার কারণে, উত্তর-পূর্বাঞ্চলের অধিকাংশ ট্রেনের গন্তব্য কিছুটা কমানো হয়েছে।
মন্তব্য করুন: