• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

জাতীয় রাজস্ব বোর্ড বিভক্ত করে অধ্যাদেশ জারি  

প্রকাশিত: ০৯:৩৫, ১৩ মে ২০২৫

আপডেট: ১০:৩৫, ১৩ মে ২০২৫

ফন্ট সাইজ
জাতীয় রাজস্ব বোর্ড বিভক্ত করে অধ্যাদেশ জারি  

ফাইল ছবি

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিভক্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে পৃথক ২টি বিভাগ করে অধ্যাদেশ জারি করেছে সরকার। সোমবার (১২ মে) রাতে এই অধ্যাদেশ জারি করা হয়।

এতে বলা হয়, সংস্কারের অংশ হিসেবে এনবিআর দুই ভাগ করা হয়েছে। রাজস্ব নীতি বিভাগের বিভিন্ন পদে আয়কর, কাস্টমস, ভ্যাট, অর্থনীতি, ব্যবসায় প্রশাসন, গবেষণা, পরিসংখ্যান, প্রশাসন, অডিট, আইন বিষয়ক কাজে অভিজ্ঞদের নিয়োগ দেওয়া হবে।

অধ্যাদেশে বলা হয়, রাজস্ব আদায়ে অভিজ্ঞ কর্মকর্তা রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের সচিব হিসেবে নিয়োগে অগ্রাধিকার পাবেন। এ ছাড়া, রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের বিভিন্ন পদে আয়কর ও শুল্ক ক্যাডারের সাথে প্রশাসন ক্যাডার থেকে নিয়োগ দেওয়া হবে। এর আগে, রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা অধ্যাদেশের খসড়া অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ।

এনবিআর বিলুপ্তিকরণের এই উদ্যোগে ক্ষুদ্ধ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। খসড়া অধ্যাদেশ গেজেট আকারে জারি হতে পারে, এমন গুঞ্জনে সোমবার সকাল থেকে রাজস্ব বোর্ডে জড়ো হতে থাকেন কাস্টমস-ভ্যাট ও আয়কর কর্মকর্তারা। বিক্ষুব্ধরা বলেন, অংশীজনদের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই এই অধ্যাদেশের গেজেট। এ অবস্থায় বৃহৎ কর্মসূচি দেওয়ার ইঙ্গিতও দেন তারা।

বিভি/এসজি

মন্তব্য করুন: