• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বিদেশে চিকিৎসা খরচের সীমা বাড়লো 

প্রকাশিত: ১৯:১৬, ১২ মে ২০২৫

ফন্ট সাইজ
বিদেশে চিকিৎসা খরচের সীমা বাড়লো 

ফাইল ছবি

বিদেশে চিকিৎসা খরচ পাঠানোর সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত চিকিৎসা খরচ পাঠানো যাবে। কারও চিকিৎসার প্রয়োজনে এর থেকে বেশি ডলার পাঠাতে হলে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হবে। যে ব্যাংকের মাধ্যমে ডলার পাঠানো হবে সেই ব্যাংক এই অনুমতি নেবে। আগে বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া ব্যাংকগুলো ১০ হাজার মার্কিন ডলার পাঠাতে পারতো।

সোমবার (১২ মে) এ সংক্রান্ত একটি নির্দেশনা ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ভ্রমণ কোটায় বাড়তি ডলার খরচে চিকিৎসাসংক্রান্ত ব্যয়ের পক্ষে প্রমাণ থাকতে হবে। এ ক্ষেত্রে কার্ড বা সরাসরি ব্যাংকের মাধ্যমে বিদেশি হাসপাতালে চিকিৎসা বিল পরিশোধ করা যেতে পারে। চিকিৎসার বাইরে অন্য ক্ষেত্রে বছরে সর্বোচ্চ ১০ হাজার ডলার খরচে করা সীমা বজায় থাকবে।

বিভি/এসজি

মন্তব্য করুন: