হজযাত্রীদের ভিসার আবেদন শনিবার পর্যন্ত
বাংলাদেশের হজযাত্রীদের জন্য ভিসার আবেদন করার সময় শনিবার পর্যন্ত বাড়িয়েছে সৌদি দূতাবাস। এদিকে যাত্রী সংকটের কারণে আজ আরো একটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এনিয়ে এ পর্যন্ত বাতিল ফ্লাইটের সংখ্যা ২৯ টি।
হজ অফিস থেকে জানানো হয়েছে হজযাত্রীদের যারা এখনো ভিসা আবেদন করেননি তারা শনিবারও আবেদন করতে পারবেন। সৌদি আরবের কোটা অনুযায়ী বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার সুযোগ পাবেন এবার।
বৃহস্পতিবার নির্ধারিত তারিখ পর্যন্ত এক লাখ ২২ হাজার ৪২২ জনকে ভিসা দিয়েছে সৌদি দূতাবাস, আর কারো পাসপোর্ট তাদের হাতে ছিল না। এখনো চার হাজার ৭৭৬ জনের ভিসা আবেদন বাকি।
এদিকে, হজ অফিসের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ৭৩ হাজার ৪৫ জন বাংলাদেশি সৌদি আরবে পৌঁছেছেন। সেই হিসেবে আগামী নয় দিনে প্রায় ৫৪ হাজার হজযাত্রীকে সৌদি আরবে পৌঁছে দিতে হবে।
মন্তব্য করুন: