দেশের বিভিন্ন জায়গার কিছু গুরুত্বপূর্ণ খবর…
* আগামি ৬ অক্টোবর রংপুর মেডিকেল কলেজে এমবিবিএস ভর্তি পরীক্ষার পরিবেশ সুষ্ঠু করতে এক সভার আয়োজন কর হয়। রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা: অনিমেশ মজুমদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা।
* বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে আলোচনা সভা হয়েছে। পৌর আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান।
* ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাটে বন্যা দূর্গত এলাকা পরিদর্শন ও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স।
এসময় বন্যায় ক্ষতিগ্রস্ত সাত’শ পরিবারের মাঝে শুকনো খাবার দেয়া হয়।
* হবিগঞ্জে জেলা শ্রমিকদলের উদ্যোগে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়নের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সকালে শহরের স্থানীয় সুলতান মাহমুদপুরে এক সভার আয়োজন করা হয়।
* জাতীয়তাবাদী যুবদলের বরিশাল জেলা, পৌর সভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। অশ্বিনী কুমার হলে জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট পারভেজ আকন বিপ্লবের সভাপতিত্বে এ সভা হয়।
* সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠা ও নাট্যাচার্য সেলিম আল দীনের ৬৮ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলাভবনের সামনে থেকে সেলিম আল দীন স্মরণে একটি শোভাযাত্রা বের করা হয়।
* খাগড়াছড়ি দুর্গমাঞ্চলের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও বাংলা ভাষায় দক্ষতা বাড়ানোসহ সঠিক বাংলা উচ্চারণ নিয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে বৈঠক করেছে একটি বেসরকারি সংস্থা। সকালে অনুষ্ঠিত এই গোল টেবিল বৈঠকে ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার অর্ধশতাধিক সাংবাদিক অংশ নেন।
* যশোরের মণিরামপুর ও কেশবপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। স্থানীয় সিটি প্লাজার চেয়ারম্যান ইয়াকুব আলীর পক্ষ থেকে দুর্গতদের চাল, ডাল, তেল, সাবানসহ নিত্য সামগ্রী জিনিসপত্র এবং নগদ টাকাও দেয়া হয়।
* নড়াইলের লোহাগড়া উপজেলার পাংখারচরে নবম শ্রেণীর এক শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। সকালে পাংখারচর কাজীপাড়ায় এ কর্মসূচিতে অংশ নেয় এলাকাবাসী ও স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা।
* নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলাকে অখন্ড রেখে সংসদীয় আসন পুনঃবিন্যাসের দাবিতে মানববন্ধন হয়েছে। দুপুরে কিশোরগঞ্জ উপজেলা চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে নির্বাচন কমিশন সচিবের কাছে একটি স্মারকলিপি দেয়া হয়।
মন্তব্য করুন: