বেড়েই চলছে পেঁয়াজের দাম
বেড়েই চলছে পেঁয়াজের দাম। গত দুই সপ্তাহে দাম বেড়ে দাঁড়িয়েছে দ্বিগুন। অন্যদিকে কাঁচা মরিচের দাম প্রতি কেজিতে বেড়েছে ২০টাকা। কোরবানীর ঈদকে সামনে রেখে এলাচ ও দারুচিনির দামও বেড়েছে। বাজার মনিটরিং জোরদারের দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।
২৫ টাকা দামের প্রতি কেজি পেঁয়াজ দুই সপ্তাহের ব্যবধানে বেড়ে দাঁড়িয়েছে ৬০ টাকায়। কমেনি ভারতীয় পেঁয়াজের দামও। শুধু কাঁচা মরিচ বাদে বাকি সব সবজির দাম আছে অপরিবর্তিত। কিন্তু কাঁচামরিচের দাম প্রতি কেজিতে বেড়েছে ২০টাকা। মাছের দাম অনেকটা আকাশ ছোঁয়া।
অন্যদিকে মসলার বাজারে দাম বেড়েছে এলাচ ও লবঙ্গের। প্রতি কেজি এলাচে ১০০ টাকা আর লবঙ্গে ৫০ টাকা বেড়েছে। প্রতি কেজি খাঁসির মাংস ৭৫০ ও গরুর মাংস ৪৮০ টাকায় বিক্রি হচ্ছে।
মন্তব্য করুন: