শেষ পর্যন্ত মুমিনুল হককে প্রথম টেস্টের দলে অন্তর্ভুক্ত করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড
চোখের ইনফেকশনের কারণে প্রথম টেস্ট দল থেকে ছিটকে পড়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। তার পরিবর্তেই নেয়া হয়েছে মুমিমুলকে। এদিকে ফতুল্লায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য সোমবার চেষ্টা চালাবে বিসিবি।
ফতুল্লায় খেলা বাংলাদেশ ব্যাটসম্যানদের মধ্যে টেস্টে সবচেয়ে ভালো গড় যার, সেই মুমিনুলকেই খারাপ পারফরমেন্সের অজুহাতে বাদ দেয়া হয়েছিলো প্রথম টেস্ট দল থেকে। তাই স্কোয়াড ঘোষণার পর থেকেই সমালোচনার তোপে পড়ে ক্রিকেট বোর্ড।
সাবেক ক্রিকেটার থেকে শুরু করে জাতীয় দলের সতীর্থরাও ছিলেন মুমিনুলের পক্ষে। বাঁ-হাতি এই ব্যাটসম্যান বাদ পড়ায় দল মানসিক ভাবে দূর্বল হয়ে পড়বে, এমন মন্তব্য সিনিয়র ক্রিকেটার সাকিবের। শেষ পর্যন্ত কঠিন সমালোচনার মুখে মুমিনুলকে দলে নিতে বাধ্য হয়েছে বোর্ড। চোখের ইনফেকশনে ভুগতে থাকা মোসাদ্দেক সৈকতের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন মউমিনুল।
এদিকে দুই বছর পর টেস্ট দলে জায়গা পেয়েছেন নাসির হোসেন। এই সুযোগকে চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছেন এই ব্যাটসম্যান। পাইপলাইনে আরো ক্রিকেটার থাকলেও তার কাছে লড়াইটা মুলত নিজের সঙ্গেই।
অস্ট্রেলিয়া দলের এই লড়াই টাইগারদের পাশাপাশি কন্ডিশনের বিপক্ষেও। এই প্রথম বাংলাদেশে টেস্ট খেললেও, তাদের ভরাসা ভারতের মাটিতে খেলার অভিজ্ঞতা। বাংলাদেশ-অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের ভাবনায় প্রতিপক্ষ।
আর বিসিবিকে ভাবতে হচ্ছে প্রস্তুতি ম্যাচের ভেন্যু নিয়ে। ফতুল্লায় ছাড়া অন্য কোথাও প্রস্তুতি ম্যাচ না খেলার কথা জানিয়েছে অস্ট্রেলিয়া। সোমবারই নিশ্চিত হবে বিষয়টি। দুই টেস্ট- সিরিজের প্রথম ম্যাচ হবে মিরপুরে ২৭ আগস্ট।না হলে অন্য কোথাও প্রস্তুতি ম্যাচ খেলতে রাজি নয় স্টিভেন স্মিথরা।
মন্তব্য করুন: