• NEWS PORTAL

  • সোমবার, ১২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

নতুন সংবিধান প্রণয়ন নিয়ে যা বললেন আসিফ নজরুল

প্রকাশিত: ১৩:৫৯, ১১ মে ২০২৫

ফন্ট সাইজ
নতুন সংবিধান প্রণয়ন নিয়ে যা বললেন আসিফ নজরুল

ছবি: বক্তব্য রাখছেন আসিফ নজরুল

সংবিধান সংশোধন হতে ২ থেকে ৩ বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তবে, এতোদিন ৭২ এর সংবিধান মেনে চলার সুযোগ নেই বলেও জানান তিনি। রবিবার (১১ মে) রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারে নাগরিক উদ্যোগ, নাগরিক কোয়ালিশন ও সংবিধান সংস্কারে নাগরিক জোটের ৭ প্রস্তাবের ওপর ওই আলোচনার আয়োজন করা হয়।

আসিফ নজরুল আরও বলেন, সংবিধান সংশোধনের কাজ জাতীয় সংসদের আর সংবিধান প্রণয়ন করে কাউন্সিল। জুলাই সনদে সবাইকে একমত হওয়ার আহ্বান জানান তিনি। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন- নতুন করে লেখা নয়, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন হলেই সেটাতে সমস্যা থাকার কথা নয়। সেক্ষেত্রে গণপরিষদের দরকার হয় না। সংবিধান রোগাক্রান্ত হয়েছে বলেই সংশোধন করা দরকার।

জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য আলী রিয়াজ বলেন, ৭২ এর সংবিধানেই ফ্যাসিবাদ তৈরির সুযোগ রাখা হয়েছিলো। সেখানে প্রধানমন্ত্রীর একক ক্ষমতা ও নির্বাহী বিভাগের জবাবদিহিতা নিশ্চিত করা হয়নি। ক্ষমতার ভারসাম্য থাকা জরুরি।

বিভি/এমআর

মন্তব্য করুন: