বার্ষিক যৌথ সামরিক মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র-দ. কোরিয়া
বার্ষিক যৌথ সামরিক মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া। অবিলম্বে এই মহড়া বন্ধের আহ্বান জানিয়েছে ক্ষিপ্ত উত্তর কোরিয়া। এতে ঐ অঞ্চলে উত্তেজনা আরো বাড়ার আশঙ্কা করছে অন্য দেশগুলো।
সোমবার দক্ষিণ কোরিয়ায় ‘আলচি ফ্রিডম গার্ডিয়ান’ নামের এই মহড়া শুরু করে দেশ দু'টি। মহড়া চলবে আরো ১০ দিন। এতে অংশ নিয়েছে দক্ষিণ কোরিয়ার ৫০ হাজার ও যুক্তরাষ্ট্রের অন্তত ৩০ হাজার সেনা।
রবিবার যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়ামেই শুধু নয়, মূল ভূখণ্ডের যেকোনো অংশ উত্তর কোরিয়া হামলা চালাতে সক্ষম বলে আবারো হুমকি দেয়ার পরদিনই এ মহড়া শুরু হলো। নিয়মিত এই মহড়া সাধারণত বসন্তকালে শুরু হলেও এবার শরৎকালে শুরু হলো।
তবে একে আত্মরক্ষামূলক ও নিয়মিত মহড়ার অংশ হিসেবেই উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র। ১৯৫৩ সালে চুক্তি অনুযায়ী নিয়মিত এই মহড়া চালিয়ে আসছে দেশ দু'টি। তবে একে আক্রমণের পূর্ব প্রস্তুতি ও উসকানিমূলক আচরণ হিসেবে দেখছে উত্তর কোরিয়া।
মন্তব্য করুন: