লিভ টু আপিল খারিজ, খালেদার গ্যাটকো মামলা চলবে
গ্যাটকো দুর্নীতি মামলা নিয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার করা 'লিভ টু আপিল' খারিজ করে দিয়েছেন সুপ্রীম কোর্টের আপিল বিভাগ। ফলে নিম্ন আদালতে মামলাটির কার্যক্রম চলতে আইনগত কোনো বাধা রইলো না।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ সোমবার এই আদেশ দেন। গ্যাটকো দুর্নীতি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রিট আবেদন এর আগে হাইকোর্টে খারিজ হয়। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গত বছরের মে মাসে আপিলের অনুমতি চেয়ে আবেদন করেন বেগম জিয়া।
আজ সকাল শুনানি শেষে আদালত আবেদন খারিজ করে আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের আইনজীবি জানান, আদালত বেগম জিয়ার আবেদন খারিজ করে দিয়েছেন। মামলার কার্যক্রম চলতে এখন আর আইনগত কোনো বাধা নেই।
ঢাকার বিশেষ জজ আদালত -৩ - এ মামলাটি অভিযোগ গঠনের পর্যায়ে রয়েছে। ২০০৭ সালের ২ সেপ্টেম্বর বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সহ ১৩ জনকে আসামি করে গ্যাটকো দুর্নীতি মামলা করে দুদক।
মন্তব্য করুন: