৭৫ শতাংশ পাসপোর্ট ভেরিফিকেশনে ঘুষ নিচ্ছে পুলিশ: টিআইবি
পাসপোর্ট পেতে পুলিশ ভেরিফিকেশনের জন্য ৭৫ শতাংশ মানুষকে ঘুষ দিতে হয় বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি। টিআইবি'র চেয়ারম্যান অ্যাডভোকেট সুলতানা কামাল মনে করেন, পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন নেই।
তার মতে, এই খাতে দুর্নীতি না কমার কারণে রয়েছে পুলিশ ভেরিফিকেশন। সকালে টিআইবি কার্যালয়ে 'পাসপোর্ট সেবায় চ্যালেঞ্জ ও করণীয়' শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। এ উপলক্ষে সংবাদ সম্মেলনে আরো জানানো হয় দেশের পাসপোর্ট সেবায় ৫৫ দশমিক দুই শতাংশ দুর্নীতি হচ্ছে।
২০১৬ সালের সেপ্টেম্বর থেকে ২০১৭'র মে পর্যন্ত পরিচালিত এই গবেষণায় দেখা গেছে পাসপোর্ট পেতে ৮০ শতাংশ মানুষ দালালদের খপ্পরে পড়ে। টিআইবি'র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান মনে করেন, পাসপোর্ট অফিসের কিছু কিছু কর্মকর্তার কারণেই দালালদের দৌরাত্ম কমছে না।
মন্তব্য করুন: