ময়মনসিংহে দু'জনকে হত্যা করে ১০ গরু লুট
ময়মনসিংহের গোপালপুরে দু'জনকে হত্যা করে লুট করা হয়েছে ১০টি গরু। প্রত্যক্ষদর্শীরা জানান, শহরতলীর গোপালপুরের আকাশি এগ্রো ইন্ডাষ্ট্রিজে কোরবানি উপলক্ষে ৩০টি গরু লালন-পালন করা হয়। ভোরে ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল খামারে ঢুকে কেয়ারটেকার আব্দুল হামেদের হাত-পাঁ ও মুখ বেঁধে ফেলে।
এসময় অপর কেয়ারটেকার ইদ্রিস আলী ডাকাতদের দেখে ফেলায় তাকে কুপিয়ে হত্যা করা হয়। এরপর খামারের ১০টি গরু ট্রাকে তোলার সময় পাশের প্রগতি রাইস মিলের মালিক মোজাফ্ফর হোসেন দেখে ফেলেন।
ডাকাতরা তাকেও হত্যা করে লাশ পুকুরে ফেলে দেয়। নৈশ প্রহরী আব্দুল হামেদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় আটক করা হয়েছে অন্য কেয়ারটেকার আবু তাহেরকে।
মন্তব্য করুন: