• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মাদারীপুরে স্কুলছাত্রী হত্যা মামলায় আসামির ফাঁসি

প্রকাশিত: ১১:৫৮, ২১ আগস্ট ২০১৭

আপডেট: ১১:৫৮, ২১ আগস্ট ২০১৭

ফন্ট সাইজ
মাদারীপুরে স্কুলছাত্রী হত্যা মামলায় আসামির ফাঁসি

মাদারীপুরে স্কুলছাত্রী নিতু হত্যা মামলায় আসামি মিলন মন্ডলকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। কক্সবাজারে ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে ১৯ ইয়াবা ব্যবসায়ীকে। জেলা ও দায়রা জজ শরিফ উদ্দিন আহমেদ এই রায় ঘোষণা করেন। প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় মাদারীপুরের নবগ্রামে স্কুল ছাত্রী নীতু মন্ডলকে গত বছরের ১৮ সেপ্টেম্বর কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পরপরই এলাকাবাসীর সহযোগিতায় ঘাতক মিলনকে আটক করে পুলিশ। পরে আদালতে নিতুকে হত্যার কথা স্বীকার করে সে। রায়ে সন্তুষ্ট নিহতের পরিবার। এদিকে, ইয়াবা পাচারে জড়িত থাকার দায়ে কক্সবাজারে ১৯ জনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ওসমান গণি। একই সাথে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাস কারাদণ্ডের আদেশ দেয়া হয়। ২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারি বঙ্গোপসাগর থেকে চার লাখ ইয়াবাসহ ১৯ জনকে আটক করা হয়েছিল।

মন্তব্য করুন: