গ্রেফতারের পর কুষ্টিয়ায় গুলিতে এক যুবক নিহত
গ্রেফতারের পর কুষ্টিয়ায় গুলিতে এক যুবক নিহত হয়েছে। পুলিশের দাবি বন্দুকযুদ্ধে মারা গেছে হত্যা মামলার আসামি এনামূল। হরিণারায়নপুরের শিবপুরে এ ঘটনা হয়। এনামুল শিবপুরের কলেজ ছাত্র আলোচিত সাগর সাহা হত্যা মামলার প্রধান আসামি বলে জানিয়েছে পলিশ।
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি রতন শেখ জানান, সাগর হত্যায় জড়িত সন্দেহে ২০ আগষ্ট এনামূলকে গ্রেফতার করা হয়। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, কার্তুজ ও দেশি অস্ত্র উদ্ধারের দাবি করেছে পুলিশ।
মন্তব্য করুন: