• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

রাজধানীতে ৫০ লাখ জাল মুদ্রা ও সরঞ্জামাদিসহ সাতজন আটক

প্রকাশিত: ০৯:৪৩, ২২ আগস্ট ২০১৭

আপডেট: ০৯:৪৩, ২২ আগস্ট ২০১৭

ফন্ট সাইজ
রাজধানীতে ৫০ লাখ জাল মুদ্রা ও সরঞ্জামাদিসহ সাতজন আটক

রাজধানীর মোহাম্মদপুর ও ফার্মগেট এলাকা থেকে ৫০ লাখ জাল মুদ্রা ও সরঞ্জামাদিসহ সাতজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় জাল ৩৭ লাখ রুপি ও ১৩ লাখ টাকা এবং জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত ল্যাপটপ, প্রিন্টার, লেমিনেটিং মেশিন, কাগজসহ বিভিন্ন সরঞ্জাম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই চক্রের সদস্যরা জানিয়েছেন, স্বল্প মেয়াদে বাসা ভাড়া করে জাল টাকা ও রুপি তৈরি করা হতো। এক হাজার টাকা মূল্যমানের এক লাখ টাকার বান্ডিল ১০ থেকে ১২ হাজার টাকায় প্রতারকদের কাছে বিক্রি করে কৌশলে পশুর হাটে গছিয়ে দেয়া হয়। এসব প্রতারক চক্রের হাত থেকে রক্ষা পেতে পুলিশের পক্ষ থেকে প্রত্যেকটি হাটে জাল টাকা সনাক্তকরনের মেশিন রাখা হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।

মন্তব্য করুন: