• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পাকিস্তানকে ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি

প্রকাশিত: ০৯:৪৭, ২২ আগস্ট ২০১৭

আপডেট: ০৯:৪৭, ২২ আগস্ট ২০১৭

ফন্ট সাইজ
পাকিস্তানকে ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি

পাকিস্তান জঙ্গিদের আশ্রয় ও লালন পালন করলে, যুক্তরাষ্ট্র আর সহ্য করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের পাশে না থাকলে দেশটিকে অনেক কিছু হারাতে হবে বলেও সতর্ক করেন তিনি। সোমবার রাতে ওয়াশিংটনের কাছে এক সামরিক ঘাঁটিতে দেয়া ভাষণে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র যে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করছে, তাদেরকেই আশ্রয় দিচ্ছে পাকিস্তান। অথচ দেশটিকে শত শত কোটি ডলার সাহায্য দেয়া হচ্ছে। পাকিস্তানকে কোনভাবেই সন্ত্রাসীদের নিরাপদ স্বর্গ হতে দেয়া যাবে না বলেও সতর্ক করেন তিনি। এসময় আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বর্তমান কৌশল পরিবর্তনের ঘোষণাও দেন ট্রাম্প। ইরাকের মতো ভুল যাতে না হয়, সে লক্ষ্যে আফগানিস্তানে মোতায়েন সেনাদের প্রত্যাহার করে নতুন সেনা পাঠানোর ঘোষণা দেন তিনি। আর নতুন এই সেনারা আফগানিস্তানে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করবে বলেও জানান তিনি। তবে সেখানে নতুন করে কতো সেনা পাঠানো হবে আর কবে দেশটিতে যুক্তরাষ্ট্রের উপস্থিতি শেষ হবে তা স্পষ্ট করেননি ট্রাম্প। ওই সতর্কবার্তা আমলে নিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে জোরদার অভিযানের ঘোষণা দিয়েছে পাকিস্তান।

মন্তব্য করুন: